Sambad Samakal

Govt Rull: আধার প্যান লিংকের সময়সীমা বাড়ল, শেষ তারিখ কবে?

Sep 18, 2021 @ 12:15 pm
Govt Rull: আধার প্যান লিংকের সময়সীমা বাড়ল, শেষ তারিখ কবে?

ফের একবার আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। এর আগে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্কের (PAN-Aadhaar linking deadline) শেষ তারিখ ধার্য করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২১। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে আয়কর মন্ত্রক জানিয়েছে, এবার আরও কয়েক মাস বাড়িয়ে দেওয়া হল আধার-প্যান সংযুক্তিকরণ। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার এবং প্যান কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

আধার-প্যান সংযোগের সময়সীমা পেরিয়ে গেলে যদি প্যান-আধার লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে তার প্রভাব পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। টাকা লেনদেনে সমস্যা হতে পারে।

প্রথমে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা স্থির করা হয়েছিল। তা না করালে ১,০০০ টাকা জরিমানা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো সংযুক্তিকরণের কাজ করে উঠতে পারেননি। সেই কারণেই সময়সীমা আরও বাড়ানো হয়। কিন্তু তাতেও সকলের পক্ষে এই কাজ করা সম্ভব হয়নি। ফলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কিন্তু তাতেও কাজ শেষ না হওয়ায় ফের ২০২২ সালের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত সময় দিল কেন্দ্র।

Related Articles