Sambad Samakal

Gujrat: নজরে বিধানসভা ভোট, পতিদারদের তুষ্ট করতেই মুখ্যমন্ত্রী বদল

Sep 12, 2021 @ 8:00 pm
Gujrat: নজরে বিধানসভা ভোট, পতিদারদের তুষ্ট করতেই মুখ্যমন্ত্রী বদল

শনিবার আচমকাই গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিজয় রূপানি। গুজরাটের রাজ্যপাল দেবব্রত আচার্যর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার খবর সামনে আসতেই অপ্রত্যাশিত এই রাজনৈতিক পরিস্থিতি ঘিরে চর্চা শুরু হয়। একই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, সে বিষয়েও শুরু হয় জল্পনা। এর মধ্যেই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্তর পর রবিবার গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় ভূপেন্দ্র প্যাটেলের নাম। গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সোমবারই শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন গুজরাট বিজেপির প্রধান সিআর প্যাটেল। আর তারপরেই চর্চা শুরু হয় ২০২৩ এ গুজরাতের বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে।

প্যাটেল বা পতিদার সম্প্রদায়ের প্রতিনিধি ভূপেন্দ্র। এই প্যাটেল বা পতিদার সম্প্রদায়ের ভোট গুজরাতের বিধানসভা নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, আগামী বছরের বিধানসভা ভোটের আগে এই পতিদার সম্প্রদায়কে তুষ্ট রাখতে মরিয়া মোদি-শাহরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেই কারণেই রাতারাতি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বিজয় রুপানিকে সরিয়ে মাস্টারস্ট্রোক হিসেবে ভূপেন্দ্রকে মুখ্যমন্ত্রী করা হল।

উল্লেখ্য, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের বিশ্বস্ত রাজনীতিক ভূপেন্দ্র প্যাটেল। ঘাটলোদিয়া আসন থেকে ২০১৭ সালে ভোটে দাঁড়িয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। কংগ্রেস প্রার্থী শশীকান্ত প্যাটেলকে ১ লক্ষর বেশি ভোটে হারিয়েছিলেন তিনি। অতীতে আমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন ভূপেন্দ্র প্যাটেল। এছাড়া আমেদাবাদ পুর নিগমের স্ট্যান্ডিং কমিটির দায়িত্বেও ছিলেন তিনি। আমেদাবাদ সরকারি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তাঁর।

Related Articles