Sambad Samakal

Vibrant Gujrat: এবার বাংলার শিল্পপতিদের নিশানা করল মোদির রাজ্য!

Dec 15, 2021 @ 6:13 pm
Vibrant Gujrat: এবার বাংলার শিল্পপতিদের নিশানা করল মোদির রাজ্য!

প্রতি বছর প্রচুর ঢাক-ঢোল পিটিয়ে ভাইব্রেন্ট গুজরাট শীর্ষক বাণিজ্য সম্মেলন করে গুজরাট সরকার। নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই এই সম্মেলন শুরু হয়। এবার বিনিয়োগ ধরতে কলকাতা ‘হানা’ দিল গুজরাট সরকার।

বুধবার মধ্য কলকাতার এই পাঁচ তারা হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের কলকাতা রোড শো করে যথেষ্ট সাড়া পেল গুজরাট সরকার। ছিলেন গুজরাটের শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জগদীশ পাঞ্চাল, রাজ্যের ভূতত্ত্ব ও খনি দপ্তরের কমিশনার রূপবন্ত সিং (আইএএস)-এর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

এই রোড শোতে গুজরাটের শিল্প রাষ্ট্রমন্ত্রী সহ প্রতিনিধি দলের সঙ্গে আলাদা করে বৈঠক করেন রাজ্যের অন্যতম শিল্প প্রতিষ্ঠান যথা- রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেড, টিটাগড় গ্রুপ, বিড়লা কর্পোরেশন লিমিটেড, বিক্রম সোলার লিমিটেড, জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড, গ্রীনপ্লাই ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, টেগা ইন্ডাস্ট্রিজ, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, অ্যাটোমিক মিনারেলস ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ, আইটিসি লিমিটেড, গ্লস্টার লিমিটেড, লিঙ্ক পেন প্লাস্টিক্স লিমিটেড প্রমুখ। এদের অনেকেই গুজরাটে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন বলে আয়োজকেরা জানিয়েছেন। যেখানে বিশ্ববঙ্গ সম্মেলনে এই শিল্পপতিদের থেকেই বাংলার শিল্পায়নে গতি আনার আশা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাদের থেকে গুজরাটে বিনিয়োগের ঢালাও আশ্বাস নিয়ে গেলেন ভাইব্রেন্ট গুজরাটের উদ্যোক্তারা।

আগামী ১০ থেকে ১২ জানুয়ারি ২০২২ ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। এই সম্মেলন ২০০৩-এ যাঁর মস্তিষ্কপ্রসূত সেই মহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১০ জানুয়ারি ভাইব্রেন্ট গুজরাট সামিটের উদ্বোধন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *