Sambad Samakal

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ২৬৪ জন

Aug 5, 2021 @ 11:55 pm
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ২৬৪ জন

ঢাকা: গত দুবছরের নিরিখে বাংলাদেশে করোনা সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু হল। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত। দেশে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরু হওয়ার পর সরকারিভাবে এক দিনে করোনায় এটাই সবচেয়ে বেশি মৃত্যু। এর আগে দেশে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল গত ২৭ জুলাই, ২৫৮ জনের। স্বাস্থ্য দফতরের তথ্য, গত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০২ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।
কোভিড রুখতে বাংলাদেশ এবার চিনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে। ভারতের সেরাম থেকে সাড়ে তিনকোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল শেখ হাসিনা সরকার । ভারত থেকে উপহার হিসেবে পাওয়া গিয়েছে আরও ৩৩ লাখ টিকা। বৃহস্পতিবার ঢাকায় বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, দেশে করোনা সামাল দিতে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসেই জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা পৌঁছবে। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৫৬ জন, খুলনা বিভাগে ৩৫ জন এবং রাজশাহী বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাস ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। গত জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮২ জনের। প্রায় দেড় বছর ধরে চলা এই মহামারিতে এর আগে কোনো মাসে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। এর আগে বেশি মৃত্যু হয়েছিল গত এপ্রিলে ২ হাজার ৪০৪ জনের।

Related Articles