Sambad Samakal

Hilsa: অপেক্ষা শেষ, এবার পদ্মার ইলিশে পুজোর ভুরিভোজ

Sep 20, 2021 @ 7:22 pm
Hilsa: অপেক্ষা শেষ, এবার পদ্মার ইলিশে পুজোর ভুরিভোজ

সেপ্টেম্বর শেষ হতে চলল। এখনও বাজারে ইলিশ মাছের আকাল। গাঁটের বাড়তি কড়ি খসিয়ে বাজার থেকে রুপোলি শষ্য ঘরে আনলেও ইলিশের স্বাদ যেন কোথায় হারিয়ে গিয়েছে। তবে এবার ভোজন রসিক বাঙালির জন্য সুখবর ভেসে এল সুদূর বাংলাদেশ থেকে। হাসিনা সরকারের উদ্যোগে পুজোর আগেই বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ আসতে চলেছে বাংলায়। আসন্ন দুর্গাপুজোয় এপার বাংলার মানুষকে বড় উপহার দেওয়ার ই ঘোষণা করল বাংলাদেশ সরকার। জানা গিয়েছে, সীমান্ত দিয়ে ধাপে ধাপে দু’হাজার মেট্রিক টনেরও বেশি ইলিশ আসবে বাংলাদেশ থেকে। ফলে পুজোয় পদ্মার ইলিশে জমিয়ে ভুরিভোজ মাস্ট।

বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বঙ্গবাসীর দাবি মেনে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ ঢুকবে বাংলার বিভিন্ন প্রান্তে। এই খবরে স্বভাবতই খুশি আমবাঙালি।

সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই বাংলার জন্য ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠাবে শেখ হাসিনা প্রশাসন। ১০ অক্টোবরের মধ্যে তা এসে পৌঁছনোর কথা রাজ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *