Sambad Samakal

Homi Bhabha: ভারতীয় পরমাণু বিজ্ঞানী হোমি ভাবার মৃত্যু কি দুর্ঘটনা? নাকি আমেরিকার ষড়যন্ত্র?

Jan 24, 2022 @ 11:58 am
Homi Bhabha: ভারতীয় পরমাণু বিজ্ঞানী হোমি ভাবার মৃত্যু কি দুর্ঘটনা? নাকি আমেরিকার ষড়যন্ত্র?

১৯৬৬ সালের ২৪ জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতের পরমাণু বিজ্ঞানের পথিকৃৎ ডঃ হোমি জাহাঙ্গির ভাবার। ভারত থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে লন্ডনে যাওয়ার পথে ধ্বংস হয়ে যায় তাঁর বিমান। তবে এখনও সেই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে ছিল আমেরিকার ষড়যন্ত্র? ভারতে পরমাণু বিজ্ঞানের গবেষণা স্তব্ধ করে দেওয়াই কি উদ্দেশ্য ছিল?

এই জল্পনার সূচনা হয় ২০০৮ সালে। তদানিন্তন এক সিআইএ গোয়েন্দা ও এক সাংবাদিক গ্রেগরি ডগলাসের ফোনালাপ প্রকাশ্যে চলে আসে। যেখানে সিআইএর কর্তা রবার্ট ক্রাউলি কার্যত স্বীকারই করে নেন ডঃ হোমি ভাবার মৃত্যু কোনও দুর্ঘটনা নয়। পরিকল্পনা করেই সেটি ঘটানো হয়েছে বোমার মাধ্যমে।

বারংবার ডঃ ভাবার নাম নোবেল পুরষ্কারের জন্য বিবেচিত হলেও কোনও বারই সম্মতি আসে নি। সদ্য স্বাধীন তৃতীয় বিশ্বের দেশ ভারতের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা আটকাতেই কী হত্যার ছক সাজানো হয়েছিল? বহু প্রশ্ন থাকলেও উত্তরগুলো এখনও অজানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *