Sambad Samakal

বর্ষায় নিজেকে ঝরঝরে রাখতে স্নান কীভাবে? জানালেন কেয়া শেঠ

Jun 18, 2021 @ 6:39 pm
বর্ষায় নিজেকে ঝরঝরে রাখতে স্নান কীভাবে? জানালেন কেয়া শেঠ

বর্ষা মানেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আর এই পরিবেশে ত্বকের সঠিক যত্নে প্রয়োজন সুনির্দিষ্ট স্নান। কিন্তু প্রাত্যহিক ব্যস্ততায় বেশিরভাগ মহিলারই সঠিক ভাবে স্নান করা হয় ওঠে না। অনেকে আবার দীর্ঘক্ষণ বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকলেও জানেন না স্নানের নির্দিষ্ট পদ্ধতি। বর্ষায় নিজেকে ঝরঝরে রাখতে কীভাবে স্নান করবেন? জানালেন বিশিষ্ট সৌন্দর্য বিশেষজ্ঞ কেয়া শেঠ। রাতে শোবার আগে যত্ন নিয়ে স্নান করার পরামর্শও দিচ্ছেন তিনি।

১) অনেকেরই ধারণা, শুধু শীত কালেই স্নানের আগে তেল মাখতে হয়। কিন্তু ত্বকের আর্দ্রতা ও নমনীয় ভাব ধরে রাখতে সারা বছরই স্নানের আগে অলিভ অয়েল ম্যাসাজ করা জরুরি। ব্যবহার করতে পারেন অরেঞ্জ অয়েলও।

২) অয়েল ম্যাসাজের পর শরীরে শুষে নেওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর ঈষদুষ্ণ জলে স্নান করুন।

৩) রাতে ঘুমোতে যাওয়ার আগে সারা শরীরে বডি ময়েস্ট অবশ্যই লাগান।

৪) স্নানের আগে যত্ন নিয়ে সারা শরীরে স্ক্রাব করুন সপ্তাহে ২-৩ দিন। ঘরোয়া স্ক্রবেই জোর দিন। মুসুর ডাল বাটা ও দুধের প্যাক বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। যাঁদের ড্রাই স্কিন, তাঁরা ব্যবহার করতে পারেন দুধ, ময়দা ও চালের গুঁড়োয় তৈরি স্ক্রাব।

৫) সাবান নয়, স্নানের সময় সাবানের পরিবর্তে অ্যারোমেটিক বডি ওয়াশ ব্যবহার করুন। ত্বকের কোনও ক্ষতি না করেই স্পা কন্ডিশনিং বডি ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। ১০০ শতাংশ সোপ ফ্রি এই বডি ওয়াশ ত্বকের pH ব্যালান্সও সুরক্ষিত রাখা।

Related Articles