Sambad Samakal

Howrah Station: ট্রেন ধরার জন্য রাতে অপেক্ষা নয় হাওড়ায়! নয়া ফরমানে বিপাকে যাত্রীরা

Jan 25, 2022 @ 11:49 am
Howrah Station: ট্রেন ধরার জন্য রাতে অপেক্ষা নয় হাওড়ায়! নয়া ফরমানে বিপাকে যাত্রীরা

দূরপাল্লার ট্রেন ধরার জন্য অনেকেই রাতে অপেক্ষা করেন হাওড়া স্টেশনের ভেতরে। বহু সময়েই ট্রেন লেট করার কারণেও অপেক্ষা করতে হয় যাত্রীদের। তবে এখন থেকে আর হাওড়া স্টেশনে রাতে যাত্রীরা অপেক্ষা করতে পারবেন না। প্রজাতন্ত্র দিবসের আগে এই ফরমান জারি করেছে রেলের কর্তৃপক্ষ। নিউ ও ওল্ড কমপ্লেক্সের ক্ষেত্রে এই নিয়ম জারি হয়েছে। যার জেরে বিপাকে পড়েছেন বহু যাত্রী। হাওড়া স্টেশনের ভেতরে যে নিরাপত্তা পাওয়া যায়, বাইরে কি আদৌ সেই নিরাপত্তা পাওয়া যাবে? প্রশ্ন তুলছেন যাত্রীরা।

রেল সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা জনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা স্টেশনের ভেতরে রাত কাটাতে পারবেন না। যদিও শিয়ালদহ স্টেশন চত্বরে এই ধরনের কোনও নিয়ম জারি করা হয় নি বলেই খবর। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম জানান, যাত্রীরা ট্রেন ধরার জন্য সাময়িক ভাবে অপেক্ষা করতেই পারেন। এর ওপর কোনও নিষেধাজ্ঞা জারির ভাবনা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *