Sambad Samakal

IFFI: এবার ইফিতে বাংলার যোগসূত্রর পাশাপাশি ওটিটির সংযুক্তি

Oct 25, 2021 @ 2:23 am
IFFI: এবার ইফিতে বাংলার যোগসূত্রর পাশাপাশি ওটিটির সংযুক্তি

সোমনাথ লাহা

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া তথা ইফিতে ৫২তম বর্ষে রয়েছে বাংলার একাধিক যোগসূত্র। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাঁর নামাঙ্কিত লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরির পরিচালক ইস্তভান জাবো এবং হলিউডের পরিচালক মার্টিন স্করসেসি। হোমেজ বিভাগে স্মরণ করা হবে বুদ্ধদেব দাশগুপ্তকে। বহু বড় চলচ্চিত্র উৎসব যেখানে ওটিটি প্ল্যাটফর্মের জন্য দরজা খুলে দিচ্ছে, সেখানে এবার এই পথে পা বাড়াল ইফি। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সখ্যতা গড়ে তোলা হচ্ছে। তবে ওটিটি সংস্থাগুলি সরাসরি উৎসবের প্রতিযোগিতা বা স্ক্রিনিং বিভাগে অংশগ্রহণ করছে না। মাস্টার ক্লাস, প্রিভিউ-সহ নানা রকম ইভেন্টের মাধ্যমে সংস্থাগুলো অংশ নিচ্ছে উৎসবে।

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম,সোনি লিভ, জি-ফাইভ ও ভুট যোগদান করছে এবারের উৎসবে। আর এর থেকেই পরিষ্কার যে, আগামী দিনে ওটিটি কনটেন্টের মূল প্রতিযোগিতায় শামিল হ‌ওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওটিটির এহেন সংযুক্তির ফলে দুই বাঙালি অভিনেতার ছবির বিশেষ স্ক্রিনিং হতে চলেছে এবারের ইফি-তে। কার্তিক আরিয়ানের ‘ধমাকা’ ছবিটি দেখানো হবে। সেই ছবিতে অন্যতম চরিত্রে রয়েছেন বাংলার সোহম মজুমদার। এছাড়াও ক্রাইম থ্রিলার সিরিজ ‘আরণ্যক’-এর প্রথম এপিসোড দেখানো হবে। এই সিরিজে রবিনা ট্যান্ডন ও আশুতোষ রানার সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

গত সপ্তাহের শেষেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবারের ইফি নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন। এবারের উৎসবে ৯৬টি দেশ থেকে মোট ৬২৪টি ছবি দেখানো হবে। থাকছে নতুন প্রজন্মের পরিচালক-চিত্রনাট্যকার- অভিনেতা-গায়ক-গায়িকাদের জন্য এক বিশেষ প্রতিযোগিতা। ৩৫বছরের কম বয়স এমন ৭৫ জনকে বেছে নেওয়া হবে। তবে ইফি-তে হোমেজ বিভাগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম না থাকায় রাজ্যের সিনেপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।

এবারের উৎসবে উদ্ধোধনী ছবি ‘দ্য কিং অফ অল দ্য ওয়ার্ল্ড’। তবে ভারতীয় প্যানোরামায় বাংলার কোন ছবি থাকবে, তা জানতে আর‌ও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *