Sambad Samakal

তমলুকে যশ বিদ্ধস্তদের পাশে ইমন

May 28, 2021 @ 5:04 pm
তমলুকে যশ বিদ্ধস্তদের পাশে ইমন

তমলুকে ঘূর্ণিঝড় যশ বিধস্ত মানুষের পাশে দাঁড়ালেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি তমলুকের নদী তীরবর্তী একাধিক ক্ষতিগ্রস্ত বাড়ি ও ছোট ছোট আশ্রয় শিবিরে যান। ক্ষতিগ্রস্তদের হাতে শুকনো খাওয়ার, পানীয় জল, ওষুধ তুলে দেন। প্রায় ৫০০০ জন ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করেন তিনি। এর পাশাপাশি কয়েকজনকে আগামী দিনে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দেন। সমাজের শুভানুধ্যায়ী ব্যক্তিদের এ ধরনের কাজে এগিয়ে আসার আবেদনও জানান তিনি।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় যশের ফলে প্রবল প্লাবন দেখা দেয় তমলুকের রূপনারায়ণ নদীতে। নদী তীরবর্তী তাম্রলিপ্ত পুরসভার ১৪ ও ১৮ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকা প্লাবিত হয়। বহু বাড়িতে জল ঢুকে পড়ার পাশাপাশি নদী তীরবর্তী একাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষকে পুরসভার তরফ থেকে আশ্রয়শিবিরে এনে রাখা হয়।
এই পরিস্থিতিতে তমলুক বাইকার্স ও রঙ্গন-এর সদস্যরা হাত বাড়ালেই বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তমলুকের জল প্লাবিত এলাকাগুলির অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। সেই ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ঘূর্ণিঝড় নিয়ে ফেসবুক লাইভ এ ছিলেন। সেই সময় তমলুক থেকে দেবদুলালবাবু সেখানকার ছবি তাঁকে পাঠান। তৎক্ষণাৎ সংগীতশিল্পী জানান, এই সংস্থার পাশে থেকে তিনি কাজ করতে চান। বৃহস্পতিবারই তমলুক যাবেন বলেও জানান। সেই মতোই এদিন সাহায্যের ডালি নিয়ে তমলুক পৌঁছন তিনি

Related Articles