Sambad Samakal

আজ রাতে শুরু ইউরোপের মহারণ

Jun 11, 2021 @ 11:14 am
আজ রাতে শুরু ইউরোপের মহারণ

ইউরো কাপের বল গড়াবে আজ রাতে।ভারতীয় সময় রাত সাড়ে এগারটায় ইতালি ও তুরস্কের ম্যাচ দায়ে শুরু এবারের ইউরো কাপের। গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা আজুরি’রা ২০১৮ থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচে পরাজিত হয় নি। অন্যদিকে লাল জার্সির তুর্কীরা প্রায় সবাই ইউরোপের ক্লাব ফুটবলে নিজেদের জাত চিনিয়েছেন। খেলা রোমে। এই প্রথম ইউরো টুর্নামেন্ট হচ্ছে ইউরোপের ১১টি দেশে। বিশ্বজোড়াঅতিমারীর দাপটে ইউরো পিছিয়ে গিয়েছে এক বছর। তাই এবারের প্রতিযোগীতা ছড়িয়ে দেওয়া হয়েছে ১১টি শহরে ফলে খেলোয়াড় ও ম্যাচ পরিচালনায় যুক্তদের খুব বেশি বিমান ভ্রমন করতে হচ্ছে না। সীমিত দর্শক নিয়ে মাঠে নামবেন এমবাপে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা।
প্রথম ম্যাচে ঘরের মাঠে ইতালিকেই ফেভারিট ধরা হচ্ছে। তুলনায় সাম্প্রতিক কালে তুরস্ক খুব বড় শক্তি নয়। তবুও এসি মিলানের মিডফিল্ডার হাকান, লিলের অ্যাটাকিং মিডফিল্ডার ইয়াসিজি বা জেক সেলিকরা জ্বলে উঠলে মানচিনির ছেলেদের বিপদ হতে পারে। অপরাজিত থাকার রেকর্ড আর গত বিশ্বকাপে খেলতে না পারার জ্বালা চিরাচরিত ডিফেন্ডিং ফুটবলের আজুরিদেরও মাঠে আগ্রাসী করে তুলতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

Related Articles