Sambad Samakal

করোনা মোকাবিলায় আংশিক লকডাউন রাজ্যে

Apr 30, 2021 @ 7:50 pm
করোনা মোকাবিলায় আংশিক লকডাউন রাজ্যে

করোনা মোকাবিলায় এবার কার্যত ঘুরিয়ে লকডাউন জারি হল পশ্চিমবঙ্গে। ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত শপিংমল, সিনেমা হল, স্পা, বিউটি পার্লার, রেস্টুরেন্ট, পানশালা, স্পোর্টস কমপ্লেক্স, জিম এবং সুইমিং পুল। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করল নবান্ন। তবে দুধ, ওষুধ, মুদিখানা দোকান ও বাজারের মতো জরুরি পরিষেবা চালু থাকবে। যদিও দোকান ও বাজার খোলা রাখার সময়ও নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য। নবান্নর নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত বাজার খোলা থাকবে। আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে নবান্ন। তবে, রেস্টুরেন্ট বন্ধ থাকলেও আপাতত খাবারের হোম ডেলিভারির অনুমতি থাকছে।

আগামী ২ মে, রবিবারই ভোট গণনা। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই সমস্ত বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করল নবান্ন। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পরই লকডাউন নিয়ে আরও কড়া পদক্ষেপ করতে পারে রাজ্য।

Related Articles