Sambad Samakal

India-Pak cricket: ভারত পাক ম্যাচের আগে এ কী বললেন ইমরান?

Oct 24, 2021 @ 4:46 pm
India-Pak cricket: ভারত পাক ম্যাচের আগে এ কী বললেন ইমরান?

আর মাত্র কিছু অপেক্ষা। তারপরই দু বছরের ব্যবধান কাটিয়ে ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাগুলির মধ্যে অন্যতম এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দুই দেশেই। এই পরিস্থিতিতেই সুপার টুয়েলভ পর্বের ম্যাচ শুরুর আগে দেশের ক্রিকেট দলের চাপ কমতে বড়সড় ঘোষণা করে বসলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কুড়ি ওভার হোক বা পঞ্চাশ ওভার, দুই ফরম্যাটের বিশ্বকাপেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড ঈর্ষণীয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ফাইনাল সহ মোট পাঁচবার প্রতিবেশী দেশটির মুখোমুখি হয়েছে ভারত। প্রত্যেকবারেই জয় পেয়েছে ভারতীয় দল। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে এই পরিসংখ্যান আরোই করুণ। সাতবার ভারতের বিরুদ্ধে খেলে সাতবারেই পরাজয়ের মুখ দেখেছে পাকিস্তান। এহেন রেকর্ড নিয়ে ভারত যখন ফের পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে, তখন ঠিক তার আগের দিন পাক ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ইমরান বলে বসলেন, শেষ হাসি হাসবেন বাবর আজমরাই। জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, “এই দলের কাছে ভারতকে হারানোর মতো প্রতিভা রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল পাকিস্তান অবশ্যই ভারতকে পরাজিত করবে।” যদিও পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এই বক্তব্য নেহাতই বাবর আজমদের আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল বলেই মনে করছেন সেদেশের ক্রিকেট মহলও। তবে ধারে ও ভরে এগিয়ে থাকা ভারতের বিরুদ্ধে একজন দুঁদে ক্রিকেটার হিসাবে ইমরানের এই মন্তব্যকে “আলটপকা” বলেও কটাক্ষ করেছেন অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *