Sambad Samakal

T20 World Cup: মওকা মওকা না ইতিহাসের পুনরাবৃত্তি?

Oct 23, 2021 @ 11:56 pm
T20 World Cup: মওকা মওকা না ইতিহাসের পুনরাবৃত্তি?

কুড়ি-বিশ বিশ্বকাপের সব চাইতে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে রবিবার। ভারত-পাকিস্তান ফের মুখোমুখি। পাকিস্তান বরাবরই ভারতকে হারানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। যদিও বিশ্বকাপে দীর্ঘদিন পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। সুপার ওভারেও ম্যাচের ফলাফল নিষ্পত্তি হয়েছে। ক্রিকেট জুয়ার বাজারেও তাই ভারতের পাল্লা ভারি। যদিও ভারত অধিনায়ক পাক ম্যাচকে আলাদা গুরুত্ব দিতে রাজি নন। ভারতের প্রথম একাদশ নিয়েও জল্পনা আছে। হার্দিক পান্ডেয়া ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দলে থাকবেন কিনা তা নিয়েও বিতর্ক আছে।

অন্যদিকে পাক দল নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়ক বাবর আজম বলেন, “প্রস্তুতি ভালো হচ্ছে। প্রস্তুতি ম্যাচ থেকেও আত্মবিশ্বাস মিলেছে। ভালো ক্রিকেট খেলার চেষ্টা থাকবে।” পাক ১২ জনের স্কোয়াডে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ ও সরফরাজ আহমেদের এ স্কোয়াডে জায়গা হয়নি।

দল ঘোষণা করে বাবর বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচে চাপমুক্ত থাকার সুযোগ নেই। শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিল্ডিংয়েও ভালো করতে হয়। আগের ম্যাচে আমাদের দলের সমন্বয়টা একটু আলাদা ছিল। ইমাদ ওয়াসিমকে খেলানো হয়েছে। সে ম্যাচে বোলাররা ভালো করতে পারেনি, ওরা (দক্ষিণ আফ্রিকা) রান তাড়া করে জিতেছে। কিন্তু তার অর্থ এই নয় যে বোলাররা চাপে আছে। এই দলটা নিয়ে আমি আত্মবিশ্বাসী।”

এখন দেখার পাক সমর্থকদের জয় উদ্জাপন করার মওকা মেলে কিনা, না ভারত ইতিহাসের পুনরাবৃত্তি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *