Sambad Samakal

কোভিড মোকাবিলায় হাসিনার পাশে ভারতীয় রেল

Jul 24, 2021 @ 3:38 pm
কোভিড মোকাবিলায় হাসিনার পাশে ভারতীয় রেল

কোভিড মোকাবিলায় বাংলদেশে হাসিনা সরকারের পাশে দাঁড়াল ভারতীয় রেল। করোনা চিকিৎসায় অতি প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি মেটাতে বাংলাদেশে পাঠানো হল তরল অক্সিজেন। শনিবার সকালে ভারতীয় রেলের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের বেনাপোল সীমান্তে পৌঁছে দিল ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। এদিন ভারতীয় রেলের পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ অক্সিজেন এক্সপ্রেসে লোডিং করা শুরু হয়। দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের টাটা স্টেশন থেকে রওনা দিয়ে অক্সিজেন এক্সপ্রেস বেনাপোলে পৌঁছয়।
উল্লেখ্য, লাগামহীন করোনা সংক্রমণে বিপাকে শেখ হাসিনার দেশ। এই পরিস্থিতিতে শুক্রবারই টিকা পাঠিয়ে বন্ধু দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। শনিবার সকালে পাঠানো হল অক্সিজেনও।

Related Articles