Sambad Samakal

আজুরিরা আটকে গেল, আজ মাঠে নামবে লুকাকু’র বেলজিয়াম

Jun 12, 2021 @ 11:33 am
আজুরিরা আটকে গেল, আজ মাঠে নামবে লুকাকু’র বেলজিয়াম

অপ্রতিরোধ্য ইতালিকে আটকে দিল তুর্কী ডিফেন্স। ইউরোর প্রথম ম্যাচে ঘরের মাঠে তুরস্কের সঙ্গে গোল শূণ্য ড্র করল মানচিনির শিষ্যরা। ২০১৮-এর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পেরে এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে মাঠে নেমছিল ইতালি। যদিও এই ম্যাচের আগে ২৭ টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজেয় ছিল ইতালি। তুলনায় তুরস্ক খানিকটা নিষ্প্রভ ছিল। কিন্তু সেই তুরস্কের ডিফেন্সের কাছেই আটকে গেল ইতালি। ইতালিয়ান তারকা বেরারর্ডির আক্রমণ জালে জড়াতে পারে নি তুরস্কের কঠীন ডিফেন্স ভেদ করে। প্রথর্মার্ধেই অন্তত তিনটি নিশ্চিত গোল রুখে দেয় তুরস্কের ডিফেন্স। কিন্তু এভাবে প্রতিটি আক্রমণ আটকে দিয়ে তুরস্ক ইতালির জয়ের পথ আটকে দেয়।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ তিনটি ম্যাচ। ওয়েলশ বনাম সুইৎজারল্যান্ড, ডেনমার্ক বনাম ফিনল্যান্ড এবং ফিফার ক্রম তালিকায় শীর্ষ স্থানে থাকা বেলজিয়ামের মুখোমুখি হবে রাশিয়া। রবার্তো মার্তিনেস ও থিয়র অঁরি’র ছেলেরা কাগজে কলমে ফেভারিট। অন্যদিকে আলেকজান্ডার গোলোভিনের রাশিয়া কিন্তু চমকে দিতে পারে। যদিও ম্যাচের আগেই রাশিয়ার নির্ভরযোগ্য ফুটবলার আন্দ্রে মস্তাভো কোভিড পজেটিভ হওয়ায় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। গত বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে চমকে দেওয়া বেলজিয়াম কিন্তু ভালো কিছু করার লক্ষ্যে মরিয়া হয়ে রাশিয়ার ‘লাল ফৌজে’র মোকাবিলা করবে।

Related Articles