Sambad Samakal

Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীতেও থাকছে না নাইট কারফিউ

Nov 9, 2021 @ 3:31 pm
Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীতেও থাকছে না নাইট কারফিউ

উৎসবের মরসুমে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে হুগলির চন্দননগর ও নদিয়ার কৃষ্ণনগরে মহাধুমধাম করে জগদ্ধাত্রী পুজো পালিত হয়। মঙ্গলবার জানানো হল, পুজোর নবমী ও দশমীর রাতে শিথিল করা হচ্ছে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা রাত্রিকালীন বিধিনিষেধ। ফলে আগামী ১২ ও ১৩ তারিখ থাকছে না নাইট কারফিউ। তবে এই ছাড় শুধুমাত্র হুগলি জেলার চন্দনগর ও নদিয়া জেলার কৃষ্ণনগরের জন্য বলবৎ হবে।

জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীর দিনেই সব থেকে বেশি মানুষ রাস্তায় নামেন ঠাকুর দেখতে। তাই ওই দিনগুলোতে নাইট কারফিউ শিথিল করার জন্য দাবি উঠেছিল সমাজের বিভিন্ন অংশ থেকে। সেই দাবিকেই কার্যত মান্যতা দিল স্থানীয় প্রশাসন বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্যও বাড়তি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বুধবার থেকেই অধিকাংশ পুজো মণ্ডপ খুলে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *