Sambad Samakal

Bank Fraud: দীপাবলির আগেই অর্থনাশ জিতু-নবনীতার

Nov 1, 2021 @ 11:00 pm
Bank Fraud: দীপাবলির আগেই অর্থনাশ জিতু-নবনীতার

সোমনাথ লাহা

কেউ ফোন করে অ্যাকাউন্ট ডিটেলস জানতে চায়নি বা নেয়নি ক্রেডিট কার্ডের সিভিভি নম্বর। তার পরেও দীপাবলির ঠিক আগেই অর্থনাশ ঘটল টালিগঞ্জের পরিচিত অভিনেতা দম্পতি জিতু কমল ও নবনীতা দাসের। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের ‘মা তারা’ ওরফে নবনীতা দাসের ক্রেডিট কার্ড থেকে খোয়া গেল ২,৭২,০০০টাকা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জিতু লিখেছেন, ” ২,৭২,০০০টাকা চুরি হয়ে গেল গতকাল রাত্রে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে। দায়িত্ব ব্যাঙ্ক নেবে না। বিলটা আমাকেই দিতে হবে।” গত ৩০ অক্টোবর থেকে বেশ কয়েক দিন ধরে নবনীতার ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে ক্রমাগত চুরি হয়েছে টাকা। প্রথমে ৮ হাজার, তারপর ১৫ হাজার, কখনও ২০ হাজার এভাবেই মোট ২,৭২,০০০টাকা সরিয়ে ফেলেছে দুর্বৃত্তরা।

অভিযোগ পুরো ঘটনাটাই ঘটেছে নবনীতার ই-মেল হ্যাকিংয়ের মাধ্যমে। শুটিংয়ের ফাঁকে তাঁরা দুজনেই থানায় যান অভিযোগ করতে। যদিও পুলিশ নবনীতার সঙ্গে কথা বললেও জিতুর সঙ্গে কোন‌ও কথাই বলেনি। এদিকে এক‌ই ঘটনায় থানায় অভিযোগ জানাতে আসা অন্য দুই ব্যক্তিকেও এক‌ইরকম ভাবে নাকাল করেছে পুলিশ, এই অভিযোগ করেছেন জিতু। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁকেই বিল দেখে টাকা মিটিয়ে দিতে হবে। রবিবার রাতে শেষমেশ নবনীতার ক্রেডিট কার্ডটিকে ব্লক করেছেন জিতু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *