Sambad Samakal

Kartik Puja: কাল কার্তিক পুজো, জেনে নিন নির্ঘণ্ট

Nov 15, 2021 @ 10:19 am
Kartik Puja: কাল কার্তিক পুজো, জেনে নিন নির্ঘণ্ট

আগামী ১৬ নভেম্বর, মঙ্গলবার কার্তিক পুজো। কার্তিক মাসের শেষ দিন হয় কার্তিক পুজো। এই পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল। সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, সেই মতোই এই পুজোর নির্ঘণ্ট সূচিত হয়। মঙ্গলবার বেলা প্রায় ১টা ২ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিকে গমন করবে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—
বাংলা- ৩০ কার্তিক, ইংরেজি- ১৬ নভেম্বর, মঙ্গলবার। তিথি-(শুক্লপক্ষ) দ্বাদশী দিবা ৮ টা ২ মিনিট পর্যন্ত, পরে ত্রয়োদশী।
শ্রী শ্রী কার্তিক পুজো।
শ্রী শ্রী মিত্র (ইতু) পূজারম্ভ।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বাংলা- ২৯ কার্তিক, ইংরেজি-১৬ নভেম্বর, মঙ্গলবার।
তিথি- (শুক্লপক্ষ) দ্বাদশী তিথি, ঘ ৯ টা ১২ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত, পরে ত্রয়োদশী।

শ্রী শ্রী কার্তিক পুজো।
মাসব্যাপী আকাশ দীপদান সমাপন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *