Sambad Samakal

KMC: কী না হলে কলকাতার পার্কে বৈকালিক ভ্রমণ করতে পারবেন না?

Aug 31, 2021 @ 6:35 pm
KMC: কী না হলে কলকাতার পার্কে বৈকালিক ভ্রমণ করতে পারবেন না?

কলকাতাবাসীর জন্য সুখবর। সকালের পাশাপাশি এখন থেকে বিকেলেও খুলবে সরকারি পার্ক। মঙ্গলবার কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশিস কুমার একথা জানান। তবে পার্কে প্রবেশ করতে বিশেষ শর্তের কথাও জানান তিনি।
এদিন দেবাশিস কুমার বলেন, প্রাতভ্রমণকারীদের জন্য এর আগেই সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত কলকাতার সরকারি পার্ক খোলার সিদ্ধান্ত হয়েছিল। এবার বিকেলেও যাঁরা পার্কে হাঁটতে চান, তাঁদের জন্য বিকেল ৪ টে থেকে ৬ টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নতুন নিয়ম চালু হবে আগামী কাল, ১ সেপ্টেম্বর থেকে।’ তবে সবাই পার্কে ঢুকতে পারবেন না বলেও জানান দেবাশিস কুমার। তিনি বলেন, ‘করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকলে তবেই পার্কে ঢোকার অনুমতি মিলবে।’ আপাতত চিলড্রেন পার্কগুলো বন্ধই থাকবে বলেও জানান তিনি।
একইসঙ্গে এদিন শহরের রাস্তায় গাড়ি পার্কিংয়ের সময়সীমা বদলের ঘোষণাও করেছেন দেবাশিস কুমার। তিনি জানান, রাত ৮ টার পরিবর্তে এবার থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে পার্কিং লট। নাইট পার্কিং বন্ধই থাকবে।

Related Articles