Sambad Samakal

Kolkata Work-culture: কর্মসংস্থান ও কর্মসংস্কৃতির নিরিখে সবার নীচে কলকাতা!

Nov 26, 2021 @ 8:10 pm
Kolkata Work-culture: কর্মসংস্থান ও কর্মসংস্কৃতির নিরিখে সবার নীচে কলকাতা!

ভারতের শহরগুলির মধ্যে কর্মসংস্থান ও কর্মসংস্কৃতির নিরিখে সবার নীচে কলকাতা। এই হতাশাজনক পরিস্থিতি উঠে এসেছে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল আরবান ইনডেস্কে। দেশের মধ্যে সবার ওপরে রয়েছে ব্যাঙ্গালুরুর নাম। দীর্ঘমেয়াদি উন্নয়নের নিরিখে দেশের শহরগুলি কী পরিস্থিতিতে রয়েছে, তাই উঠেছে এই তালিকায়। কর্মসংস্থান ও কর্মসংস্কৃতির নিরীখে দেশের মধ্যে একমাত্র মান ধরে রাখতে পেরেছে ব্যাঙ্গালুরু। অন্যান্য প্রায় প্রতিটি শহর এই বিষয়ে যথেষ্ট খারাপ ফলাফল করেছে। বিশেষত কোনও একটি কাজে প্রাপ্ত অর্থের বৈষম্যের চরম ছবি ফুটে উঠেছে সমীক্ষায়।

হিমাচলপ্রদেশের সিমলা শহর সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর নিরীখে সব থেকে ভালো ফল করেছে। জাতিপুঞ্জের ঠিক করা মোট ১৫টি সূচকের নিরিখে এই তালিকা প্রকাশ করেছে দেশের নীতি আয়োগ। কর্মসংস্কৃতি ছাড়াও আরও বেশ কয়েকটি অবস্থান বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যার মধ্যে একটি হল খাদ্য নিরাপত্তা। সমীক্ষা অনুসারে দেশের অধিকাংশ শহরেই এখনও অনাহারের পরিস্থিতি প্রবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *