Sambad Samakal

Kolkata Police: পেট্রোল ডিজেলের খরচ বাঁচাতে কী সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ?

Nov 2, 2021 @ 9:01 pm
Kolkata Police: পেট্রোল ডিজেলের খরচ বাঁচাতে কী সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ?

পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে এখন গাড়ি চাপা বিলাসিতায় পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের খরচ বাঁচাতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ। ডিজেল বা পেট্রোল গাড়ির বদলে ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে তারা। এর ফলে খরচ যেমন কমবে, তেমনই দূষণের হাত থেকে রক্ষা পাবে পরিবেশ।

জানা যাচ্ছে, মোট ২২৬টি ইলেকট্রিক গাড়ি লিজে নিতে চলেছে কলকাতা পুলিশ। নবান্নের স্বরাষ্ট্র দফতর থেকে ইতিমধ্যেই ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই খাতে। প্রাথমিক ভাবে এই ইলেকট্রিক গাড়িগুলি আট বছরের জন্য লিজে নেওয়া হচ্ছে সরকারি সংস্থা ইসিএল-এর কাছ থেকে। গাড়ি সরবরাহের দায়িত্ব পাচ্ছে টাটা গোষ্ঠী। আগামী বেশ কিছু মাসের মধ্যেই পুরনো ডিজেল গাড়ির জায়গা নেবে নতুন ইলেকট্রিক গাড়ি। পুলিশের এক আধিকারিকের কথায়, এক কিলোমিটার চলতে ইলেকট্রিক গাড়িতে খরচ হবে ৯০ পয়সা করে। আর এখন ডিজেল গাড়িতে এক কিলোমিটার যেতে খরচ হচ্ছে ৮ টাকা করে। নতুন গাড়ির ব্যবহার শুরু হলে আগামী দিনে বিপুল অর্থ সাশ্রয় হতে চলেছে কলকাতা পুলিশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *