Sambad Samakal

অলিম্পিকে পদক নিশ্চিত করলেন লাভলিনা

Jul 30, 2021 @ 1:13 pm
অলিম্পিকে পদক নিশ্চিত করলেন লাভলিনা

ফের উত্তর-পূর্বের কন্যার হাত ধরে অলিম্পিক পদক তালিকায় ভারতের নাম উঠছে। অসমের গোলাঘাট জেলার নীম্ন মধ্যবিত্ত পরিবারের কনিষ্ঠা কন্যা লাভলিনা বরগোঁহাই অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে জয়ের পর দেশের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। সেমিফাইনালে ২৩ বছরের লাভলিনা মুখোমুখি হবেন তুরস্কের বুসেনাজ সারমেনেলির। শক্ত প্রতিপক্ষ তুলনায় নবাগতা লাভলিনা অনেক চাপমুক্ত হয়ে লড়বেন। আর সেমিফাইনালে যদি হেরেও যান লাভলিনার ব্রোঞ্জ পদক নিশ্চিত। মণিপুরের মেরি কমের মতো বড় নাম না হলেও ঘরোয়া টুর্নামেন্টে লাভলিনার লড়াকু ইমেজ আর জাতীয় স্তরে দুরন্ত পারফর্ম করার জন্যই অলিম্পিকের টিকিট পান তিনি। অসমের প্রথম অ্যাথলেট যিনি অলিম্পিক পদক জিততে চলেছেন। মেরি কমের পর দ্বিতীয় মহিলা ভারতীয় বক্সার লাভলিনা অলিম্পিক পদক জিতলেন। বিজেন্দর সিং-এর পর তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে নজির গড়লেন।
শৈশবেই বক্সিং-এ মজেছিলেন লাভলিনা। দুই যমজ দিদি লিচা ও লিমা জাতীয় স্তরের কিক বক্সার। আর্থিক প্রতিকূলতাকে হেলায় হারিয়ে লাভলিনা ফের দেশের ক্রীড়া ক্ষেত্রে নজির গড়লেন।

Related Articles