Sambad Samakal

পাকা চুল থেকে তরুণ মুখে ভরসা ভরসা দেখাল বামেরা

Mar 10, 2021 @ 7:21 pm
পাকা চুল থেকে তরুণ মুখে ভরসা ভরসা দেখাল বামেরা

বুধবার সংযুক্ত মোর্চার বামেদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হলো। তাতে প্রত্যাশা মতোই রয়েছে এক ঝাঁক নতুন মুখ। মোর্চার নতুন দল আইএসএফ এখনও তালিকা প্রকাশ করে নি। কংগ্রেসও আংশিক তালিকা দিয়েছে। তবে যে আসনগুলিতে জোট নিয়ে কোনো সংশয় নেই বা বিগত বিধানসভার জয়ী আসনগুলির প্রার্থী তালিকা আজ আলিমুদ্দিন থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করে দেন।

প্রবীণ নেতাদের মধ্যে অশোক ভট্টাচার্য শিলিগুড়ি থেকে, সুজন চক্রবর্তী যাদপুর থেকে, তন্ময় ভট্টাচার্য্য দমদম (উত্তর) থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য কামারহাটির বিদায়ী বিধায়ক মানস মুখার্জীর বদলে যুব সংগঠনের সায়নদীপ মিত্রকে প্রার্থী করা হয়েছে।

ছাত্র যুব সংগঠনের প্রার্থী তালিকায় বেশ নজরে আসার মতো। কসবা থেকে তরুণ তুর্কী শতরূপ ঘোষ, সিঙ্গুর থেকে সৃজন ভট্টাচার্য্য, টালিগঞ্জে অভিনেতা দেবদূত ঘোষ ঠাকুর, বালিতে দীপ্সিতা ধর, বর্ধমান (দক্ষিণ) পৃথা তা, রাজারহাট গোপালপুরে প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব লড়বেন। সব চাইতে বড় চমক রাজ্যের এবারের নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে বামেদের প্রার্থী ডিওয়াইএফআই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী। ডায়মন্ড হারবারে প্রার্থী তরুণ নেতা প্রতীক উর রহমান।

এছাড়াও তালিকায় নাম রয়েছে বেহালা পশ্চিম – নীহার ভক্ত, চণ্ডীতলা – মহম্মদ সেলিম, ডোমজুড় – উত্তম বেরা, উত্তরপাড়া – রজত বন্দ্যোপাধ্যায়, হিঙ্গলগঞ্জ – রঞ্জন মণ্ডল, খণ্ডঘোষ – অসীমা রায়, রায়না – বাসুদেব খান, জামালপুর – সমর হাজরা, কালনা – নীরব খাঁ, মেমারি – সনৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখের।

Related Articles