Sambad Samakal

হাড় ভাঙেনি, পেশিতে গুরুতর চোট নিয়ে এসএসকেএমে ভর্তি মমতা

Mar 11, 2021 @ 3:15 am
হাড় ভাঙেনি, পেশিতে গুরুতর চোট নিয়ে এসএসকেএমে ভর্তি মমতা

হাড় ভাঙেনি, তবে বাঁ পায়ের পেশিতে গুরুতর চোট লেগেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চোট রয়েছে কাঁধ, কোমর, বুক এবং মাথাতেও। বুধবার রাতে এক্সরে রিপোর্ট হাতে পাওয়ার পর এমনটাই জানালেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। তবে এক্স-রে রিপোর্ট দেখেই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাননি চিকিৎসকরা।
তাই চোটের মাত্রা কতটা, তা বুঝতে, এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এমআরআই-এর জন্য রাত পৌনে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রীকে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর এমআরআই করা হয়। তারপর রাতেই ফের তাঁকে ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। সেখানে মমতার চিকিৎসার জন্য নিয়োগ করা হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। সূত্রের খবর, ওই টিমে আছেন, এসএসকেএম-এর অর্থপেডিক বিভাগের প্রধান মুকুল ভট্টাচার্য, মেডিসিনের বিভাগীয় প্রধান সৌমিত্র ঘোষ, নিউরো সার্জারি বিভাগ প্রধান শুভাশিস ঘোষ। আছেন, জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক বিমানকান্তি রায়, এন্ডোক্রনোলজিস্ট সুজয় ঘোষ এবং অ্যানাস্থেসিওলজিস্ট সর্বাণী সহাইকা। পরামর্শ নেওয়া হয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট গোপালকৃষ্ণ ঢালির। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতের মাত্রা ঠিক কতটা, তা বোঝা যাবে এমআরআই রিপোর্টে।
বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের রানিচক এলাকায় একটি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান থেকে বেরনোর মুখে মমতা পড়ে যান। তিনি অভিযোগ করেন, তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এরপর গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে রাখা হয় মুখ্যমন্ত্রীকে।
প্রাথমিক ভাবে মুখ্যমন্ত্রীর ইসিজি করা হয়। রিপোর্ট সন্তোষজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এরপরই তাঁর পায়ের এক্স-রে করা হয়।
মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান, গোটা বিষয়টার উপর নজর রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত করবে। তারপরই কী হয়েছিল তা জানা যাবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই বিষয়ে দিল্লির নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। জেলা প্রশাসন বিস্তারিত রিপোর্ট দিলে, তাও দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে।

Related Articles