Sambad Samakal

Mamata: দেশের বিরোধী শিবিরের জনপ্রিয়তম মুখ মমতা, মুখ্যমন্ত্রী হিসেবে দেশের মধ্যে দ্বিতীয়

Jan 21, 2022 @ 5:02 pm
Mamata: দেশের বিরোধী শিবিরের জনপ্রিয়তম মুখ মমতা, মুখ্যমন্ত্রী হিসেবে দেশের মধ্যে দ্বিতীয়

দেশের মধ্যে বিজেপি বিরোধী শিবিরের প্রধান মুখ মমতা, এমনটাই বারবার দাবি করে এসেছে তৃণমূল কংগ্রেস। এবার উত্তরপ্রদেশ নির্বাচনের আগে একটি সর্ব ভারতীয় টিভি চ্যানেলের চালানো সমীক্ষাতেও সেই ফলাফলই উঠে এল। সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে দেশের মধ্যে বিজেপি বিরোধী সবথেকে জনপ্রিয়তম মুখ হলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তালিকায় অনেক পেছনে রয়েছেন।

এছাড়াও এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীদের নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তবে ওই সমীক্ষা অনুসারে, এখনও দেশের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক নেতা হচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে তাঁর জনপ্রিয়তা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার বিধানসভা নির্বাচনে মমতার সাফল্য জাতীয় স্তরে বিজেপি বিরোধী মুখ হিসেবে তাঁকে যথেষ্ট জনপ্রিয়তা দিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের মুখ হওয়ার অন্যতম দাবিদার যে মমতা বন্দ্যোপাধ্যায়, তা বলাই চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *