Sambad Samakal

Mamata: টাইমস এর প্রথম ১০০ প্রভাবশালীর লিস্টে মমতা-মোদি

Sep 16, 2021 @ 12:06 am
Mamata: টাইমস এর প্রথম ১০০ প্রভাবশালীর লিস্টে মমতা-মোদি

ভবানীপুর উপনির্বাচনের আগে আরও একটি স্বীকৃতির পালক জুড়লো মমতার গরিমার মুকুটে। এডভান্টেজ পেলেন ভবানীপুরের ঘরের মেয়ে। বিশ্বের প্রভাবশালী প্রথম ১০০ জনের তালিকায় জায়গা করে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
বুধবার বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। সেখানে জায়গা করে নিয়েছেন ভারতের তিন জন। মোদি মমতা ছাড়াও সেরা ১০০-র তালিকায় জায়গা করে নিয়েছেন সেরাম কর্তা আদর পুনেওয়ালা। করোনা মহামারী পরিস্থিতিতে তাঁর সংস্থা সেরাম ইনস্টিটিউট যেভাবে ভ্যাকসিন সরবরাহ করে বিশ্বের পাশে দাঁড়িয়েছে, রিপোর্টে সেকথার উল্লেখ্য করা হয়েছে। মমতা পেয়েছেন ৬৭ তম স্থান।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না, ৬৬ বছরের এই নেত্রী নিজেই একটি রাজনৈতিক দল। গোটা দেশে মোদি বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন তিনি। রাস্তায় নেমে লড়াই করার মনোভাব এবং নিজস্ব জীবন শৈলী তাঁকে স্বতন্ত্র করে তুলেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদিই ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রেখেছেন। কিছুটা সমালোচনার সুরেই ওই রিপোর্টে এখা হয়েছে, রাষ্ট্রনেতা মোদি, দেশকে ধর্মনিরপেক্ষতার রাস্তা থেকে সরিয়ে হিন্দু রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে দেশের মুসলিমদের অধিকার খর্ব করা ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগও আনা হয়েছে রিপোর্টে। সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকী তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা আব্দুল ঘানি বরাদরও।

Related Articles