Sambad Samakal

রংপুরের হাড়িভাঙা আমে আপ্লুত মমতার কৃতজ্ঞতা পত্র হাসিনাকে

Jul 9, 2021 @ 10:12 pm
রংপুরের হাড়িভাঙা আমে আপ্লুত মমতার কৃতজ্ঞতা পত্র হাসিনাকে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো রংপুরের হাড়িভাঙা আম খেয়ে ‘আপ্লুত’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিজের সেই আনন্দ ও উপলব্ধির কথা সরাসরি চিঠি লিখে শুক্রবার তঁার প্রিয় ‘হাসিনাদি’-কে ধন্যবাদ জানালেন তিনি। বঙ্গবন্ধুকন্যাকে মমতা লিখলেন, “ওই আমের মধ্যে যে সেনহ এবং বাংলাদেশের সৌরভ মিশে আছে, তাকে আমি সন্মান জানাই।” দুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে প্রতিবেশি দেশের সঙ্গে চুক্তি মতো নির্দিষ্ট সময়ে বাংলাদেশকে তিন কোটি করোনার ভ্যাকসিন না পাঠানোয় দেশের সম্মানহানির অভিযোগ করে ভারতের প্রধানমন্ত্রী মোদির তীব্র সমালোচনাও করেছিলেন মমতা। দুই বাংলার দুই নেত্রীর মধ্যে এমনিতেই দিদি-বোনের উষ্ণ সম্পর্ক, এবার তা আরও গভীরে পৌঁছে গেল বলে মনে করছেন দুই দেশের কূটনীতিকরা।
দিন কয়েক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও বেশ কয়েক ঝুড়ি মিষ্টি আম পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু-কন্যা। আর ৬৫ কোজি ওই রংপুর জেলার বিখ্যাত হাড়িভাঙা আমের সঙ্গে শুভেচ্ছা উপহারের কথা জানিয়েছিলেন পদ্মাপারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘হাসিনাদি’ সম্বোধন করে এদিন মমতা লিখেছেন, ওই আমের নাম আগে শুনলেও কখনও খাননি তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘শ্রদ্ধেয়া হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি। আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন।’’ হাসিনার পাঠানো ওই আম রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য থেকে শুরু করে কলকাতার বিশিষ্টদের মধ্যে বিলিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য নাম পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর উপলব্ধি,“ শেখ হাসিনার পাঠানো আম মমতাদি আমাদের বাড়িতেও দিয়েছেন। খেতে অপূর্ব স্বাদ এবং মনোমুগ্ধকর গন্ধ।” তবে শুধু মমতাকেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও এই হাড়িভাঙা আম উপহার দিয়েছিলেন হাসিনা। অবশ্য সবার আগেই নিজের কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর গত বুধবার ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্য মমতার মন্তব্য ছিল, “যে দেশ আমাদের সবচেয়ে ভাল বন্ধু ছিল, সেই দেশও আজ ভ্যাকসিন নিয়ে প্রতিশ্রুতি না রাখায় আমাদের বিপক্ষে চলে গেল? এতে আমাদের দেশেরই বদনাম হচ্ছে, আপনার ভাবা উচিত।” সূত্রের খবর, প্রতিশ্রুতিমতো ভ্যাকসিন না মেলায় এবছর এখনও বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ পাঠাতে রফতানিকারকদের সবুজ সংকেত দেয়নি বিরূপ হওয়া শেখ হাসিনা সরকার।

Related Articles