Sambad Samakal

দলীয় বিধায়কদের মাসিক চাঁদা দ্বিগুণ করল তৃণমূল

Jun 17, 2021 @ 8:25 pm
দলীয় বিধায়কদের মাসিক চাঁদা দ্বিগুণ করল তৃণমূল

দলীয় বিধায়কদের মাসিক চাঁদা দ্বিগুণ করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল সূত্রে এই খবর মিলল।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে তৃণমূল বিধায়করা তাঁদের ভাতা থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দলের তহবিলে দিতেন। ২০০৬, ২০১১ এবং ২০১৬ সালের ভোটের পরেও সেই চাঁদার পরিমাণে কোনও বদল আসেনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর সেই চাঁদা বদলানো হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। দলীয় সিদ্ধান্তে বিধায়কদের মসিক চন্দ এবার বেড়ে হল দুহাজার টাকা।
একজন বিধায়ক শপথ নেওয়ার দিন থেকে ভাতা, ফোনের বিল ও বাড়িভাড়া বাবদ মাসে ২১,৮৭০ টাকা পান। এ ছাড়াও দৈনিক ভাতা ও বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য মাসিক ৬০,০০০ টাকা পান। সব মিলিয়ে প্রতি মাসে প্রায় ৮২,০০০ টাকা পান পশ্চিমবঙ্গ বিধানসভার একেকজন সদস্য। সেই পাওনা অর্থ থেকেই তৃণমূলের দলীয় তহবিলে নেওয়া হবে ২,০০০ টাকা। জুলাই মাসের প্রথম সপ্তাহে বিধানসভার প্রথম অধিবেশন বসবে বলে জানা গিয়েছে। সেই সময়েই দলীয় বিধায়কদের নতুন অ্যাকাউন্ট খোলা-সহ বেতন থেকে দলীয় চাঁদা কেটে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। বিধানসভায় শাসকদলের উপ মুখ্য সচেতক তথা বরানগরের বিধায়ক তাপস রায় বৃহস্পতিবার বলেন, ‘দলের জন্যই সকলের বিধায়ক হওয়া। তাই দল যখন চাঁদা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন পরিষদীয় দলের সদস্যরা দলের সেই সিদ্ধান্ত অবশ্যই মেনে নেবেন।’

Related Articles