Sambad Samakal

Covid Vaccine: ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ আনছে মডার্না?

Nov 27, 2021 @ 8:05 am
Covid Vaccine: ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ আনছে মডার্না?

কোভিডের নতুন স্ট্রেন ওমিক্রন নিয়ে গোটা ইউরোপ থরহরি কম্প। একের পর এক দেশ ফিভিন্ন আন্তর্জাতিক উড়ান বাতিল করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওভিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভয়ের এই আবহের মধ্যেই মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্না জানিয়েছে তারা ওমিক্রন ঠেকাতে গফেষণা করছে। দ্রুতই কোনো সমাধান তারা উদ্ভাবন করতে পারবেন।

শুক্রঠার ভারতীয় সময় গভীর থাতে এক বিবৃতিতে মডার্না বলছে, করোনার ওমিক্রন ধরনকে মোকাবিলায় তিনটি উপায় নিয়ে কাজ করছে তারা। এরই একটি হলো টিকার বুস্টার ডোজ তৈরি। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রচলিত টিকার ডোজ উচ্চ মাত্রায় দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে। মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফান ব্যানসেল বলেন, ‘ওমিক্রন ধরনের জিনগত রূপান্তর বেশ উদ্বেগের। ধরনটি মোকাবিলায় কার্যকর উপায় বের করতে আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *