Sambad Samakal

করোনা রোধে বেশি কার্যকর মিশ্র টিকা! গবেষনায় ছাড়পত্র

Jul 30, 2021 @ 5:34 pm
করোনা রোধে বেশি কার্যকর মিশ্র টিকা! গবেষনায় ছাড়পত্র

কোভিশিল্ডের তুলনায় কোভ্যাকসিনের জোগান অনেকটাই কম। আবার কোভ্যাকসিনের দামও অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই বারবার উঠে আসছে মিশ্র টিকার ভাবনা। অর্থাৎ কোনও ক্ষেত্রে প্রথমটি কোভ্যাকসিন হলে দ্বিতীয়টি কোভিশিল্ড, বা প্রথমটি কোভিশিল্ড হলে দ্বিতীয়টি কোভ্যাকসিন দেওয়া যায় কিনা, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে স্বাস্থ্যকর্তাদের মধ্যে। এর মধ্যেই আবার কোনও কোনও ক্ষেত্রে ভুলবশত মিশ্র টিকা দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, উদ্বেগ। আবার একদল দাবি করছেন, কোভ্যাকসিন ও কভিশিল্ড টিকার মিশ্র ডোজ করোনা রোধে নাকি বেশি কার্যকরী। তাঁদের দাবি, ভুল করে যাঁদের এই মিশ্র ডোজ দেওয়া হয়েছে, পরীক্ষায় দেখা গিয়েছে, সেইসব মানুষের শরীরে নাকি বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু আদৌ বাস্তবটা কী? এই বিষয়েই এবার গবেষণা শুরু হতে চলেছে ভারতে।
এদেশের ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবার এই ধরনের মিশ্র টিকা প্রয়োগের ট্রায়াল শুরুর অনুমতি দিল। কিছুদিন আগেই কোভ্যাকসিন এবং কো ভিশিল্ডের মিশ্র টিকার চতুর্থ দফার ট্রায়ালের অনুমতি চেয়ে ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটির কাছে আবেদন করেছিল ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ। আর সেই আবেদনে সারা দিয়েই সাবজেক্ট এক্সপার্ট কমিটি সিএমসি ভেলোরকে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবকের উপর চতুর্থ দফার ট্রায়ালের অনুমতি দিল। এই ট্রায়ালের মাধ্যমে দেখে নেওয়া হবে, এক ব্যক্তিকে প্রয়োজনে দুটি আলাদা আলাদা টিকার ডোজ দেওয়া যাবে কিনা। আর দিলে সেটা কতটা কার্যকরী হবে।
উল্লেখ্য, এর আগে এইডস এবং ইবোলার ক্ষেত্রেও মিশ্র টিকা প্রয়োগ করে দেখা হয়েছে।

Related Articles