Sambad Samakal

Municipal Election: কলকাতার মতোই তৃণমূলের ‘১০ দিগন্তের’ ইস্তেহার প্রকাশ হল বিধাননগরে

Jan 14, 2022 @ 5:52 pm
Municipal Election: কলকাতার মতোই তৃণমূলের ‘১০ দিগন্তের’ ইস্তেহার প্রকাশ হল বিধাননগরে

আগামী ২২ জানুয়ারি পুরভোট বিধাননগর সহ ৪ পুরনিগমের। শুক্রবার বিধাননগর পুরনিগম নির্বাচনেড আগে ‘১০ দিগন্তের’ ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরভোটের আগেও এই একই রকমের ১০ দিগন্তের কথা তুলে ধরেছিল তৃণমূল। পানীয় জল, নিকাশি, রাস্তা সহ সাধারণ সমস্যাগুলির সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, সাংসদ সৌগত রায়, বিধায়ক পার্থ ভৌমিক সহ অন্যান্যরা। সাংসদ সৌগত রায় স্পষ্ট বার্তা দেন, এই নির্বাচনে কেউ ভোট নিয়ে জোর করলে দল শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেবে।

তবে শুক্রবারের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিধানগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সদ্য বিজেপি থেকে ফের তিনি ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। বিধাননগরের রাজনীতিতে সুজিত বসু বনাম সব্যসাচী দত্তের সমীকরণ অজানা নয় অনেকেরই। যদিও সাংসদ সৌগত রায়ের দাবি, নির্বাচনের কাজে ব্যস্ত থাকার জন্য হয়তো সব্যসাচী অনুপস্থিত ছিলেন। তবে সব্যসাচীর অনুপস্থিতিতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *