Sambad Samakal

নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি! শুক্রবার শুনানি হাইকোর্টে

Jun 18, 2021 @ 12:01 am
নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি! শুক্রবার শুনানি হাইকোর্টে

নন্দীগ্রামের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন আগেই। ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে এবার নিজেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মামলার শুনানি উচ্চ আদালতে। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে দিনের প্রথম মামলা হিসেবে এই বিশেষ মামলার শুনানি হবে। বৃহস্পতিবার আদালতের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়।
২ মে, নির্বাচনী ফল প্রকাশের পরেই নন্দীগ্রামের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ এনেছিলেন মমতা। নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে মাত্র ১৯০০ ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয়ের পরেই এই ফলাফলের বিরোধিতা করেন মমতা। নির্বাচন কমিশনের কাছে পুনর্গণনার দাবিও জানান। কিন্তু সেই দাবি খারিজ করে দেয় কমিশন। সেই সময়ই মমতা বলেছিলেন, এই ফলকে চ্যালেঞ্জ করে প্রয়োজনে শীর্ষ আদালতে যাবেন।

Related Articles