Sambad Samakal

পরিসংখ্যানে গলদ, বিহার নতুন তথ্য দিতেই বাড়ল দৈনিক মৃতের সংখ্যা

Jun 10, 2021 @ 11:11 am
পরিসংখ্যানে গলদ, বিহার নতুন তথ্য দিতেই বাড়ল দৈনিক মৃতের সংখ্যা

টানা তিন দিন এক লক্ষের নীচেসংক্রমণ। কিন্তু মঙ্গলবারের চাইতেও বুধবার সংক্রমণ সামান্য বাড়ল। সব থেকে হতবাক করা পরিসংখ্যান মৃতের সংখ্যায়। গত ২৪ ঘন্টায় মোট মৃত ৬১৪৮ জন। গত ২৪ ঘন্টায় পজেটিভিটি রেট ৪.৬৯ শতাংশ। কিন্তু আড়াই ফাজার থেকে কিভাবে হঠাৎ এক লাফে ছ’ হাজর পার করল মৃতের সংখ্যা?

বুধবার আচমকাই বিহারের নীতিশ কুমার সরকার জানায় যে কোভিডে বিহারে মোট মৃত্যু হয়েছে ৯৪২৯ জনের। এর আগে বিহার সরকার মৃতের সংখ্যা জানিয়েছিল ৫৫০০। ফলে এক ধাক্কায় দৈনিক মৃতের সংখ্যা বেড়ে যায় ভারতে। পাটনা হাই কোর্টের হুমকির পর মৃতের সংখ্যা নতুন করে অডিট করে বিহার সরকার। তখন এই ভাবে বেড়ে যায় পরিসংখ্যান। বিরোধী দলগুলি ও কংগ্রেস কোভিড তথ্যে গোঁজামিলের অভিযোগ তুলছিল। বিহারের পরিবর্তিত পরিসংখ্যান আবার বিরোধীদের অভিযোগকেই সারবত্তা দিল।

Related Articles