Sambad Samakal

NEET Medical: ডাক্তারি প্রবেশিকায় দুর্নীতি!

Sep 23, 2021 @ 3:27 pm
NEET Medical: ডাক্তারি প্রবেশিকায় দুর্নীতি!

নিট মেডিক্যাল পরীক্ষার পদ্ধতি নিয়ে বিতর্ক দেশ জুড়ে। নিট পরীক্ষায় পাশ করতে না পেরে সারা দেশে বেশ কিছু পড়ুয়া আত্মহত্যাও করেছেন। সম্প্রতি তামিলনাড়ু সরকার নিট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। নিট মেডিক্যাল নিয়ে এইসব বিতর্কের মধ্যেই ডাক্তারির সর্বভারতীয় এই প্রবেশিকায় বড় মাপের দুর্নীতির অভিযোগ সামনে আনল সিবিআই।

অভিযোগ, ৫০ লক্ষ টাকার বিনিময়ে অনৈতিকভাবে পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষায় পাশ করিয়ে দিত মহারাষ্ট্রের এক কোচিং সেন্টার। সিবিআই সূত্রের জানা গিয়েছে, মহারাষ্ট্রের ওই কোচিং সেন্টারের নাম RK Education Career Guidance। এই কোচিং সেন্টারটি কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার্থীদের কাছ থেকে তাদের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভরতি করিয়ে দেওয়ার বন্দোবস্ত করত। কখনও পরীক্ষায় নকল করতে সাহায্য করে, আবার কখনও ভুয়ো পরীক্ষার্থী দিয়েও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করত এই কোচিং সেন্টার। শুধু তাই নয়, সমগ্র প্রক্রিয়ায় বেশ কিছু পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যোগসাজশ রেখেই চলত এই কাজ।

আবার তাদের কোচিং সেন্টারের পড়ুয়াদের যাতে নির্দিষ্ট কেন্দ্রেই পরীক্ষার সিট পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে পড়ুয়াদের রেজিস্ট্রেশন আইডি এবং অন্যান্য নথিতে পরিবর্তনও করত। এই কাজে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মীও।

ওই কোচিং সেন্টারের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতারের পরই একের পর এক তথ্য আসছে সিবিআইয়ের হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *