Sambad Samakal

টাটাদের বিরুদ্ধে লড়াই করিনি! বিনিয়োগের প্রস্তাব দিয়ে বললেন পার্থ

Jul 19, 2021 @ 10:18 pm
টাটাদের বিরুদ্ধে লড়াই করিনি! বিনিয়োগের প্রস্তাব দিয়ে বললেন পার্থ

টাটা গোষ্ঠীর সঙ্গে কোনও দিনই তৃণমূলের কোনও সমস্যা ছিল না। ১৩ বছর আগে সিঙ্গুরে যে আন্দোলন গড়ে তুলেছিল তৃণমূল, সেটা বামেদের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে। এমনটাই দাবি রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও সেই আন্দোলনের জেরে ন্যানো কারখানা তৈরিতে বাধা পেয়ে বাংলা থেকে মুখ ফিরিয়েছে টাটা, তা মানছেন তিনি। শুধু মানছেনই না, পুরনো সব কিছু ভুলে টাটা গোষ্ঠীকে রাজ্যে বিনিয়োগের প্রস্তাবও দিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্থ বলেন, ‘টাটাগোষ্ঠীর সঙ্গে আমাদের কোনও শত্রুতা ছিল না। আমরা ওঁদের বিরুদ্ধে কোনওদিন লড়াই করিনি। ওঁরা গোটা ভারত তথা বিশ্বর তাবড় তাবড় শিল্পগোষ্ঠীদের মধ্যে অন্যতম। ওদের তো দোষ দেওয়া যায় না। আমরা চাই, টাটারা এ রাজ্যে বিনিয়োগ করুন। বাংলায় তাঁদের স্বাগত।’
উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক পালা পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু ছিল সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো কারখানার বিরোধিতা করা। তারপর থেকে পার হয়ে গিয়েছে ১৩ বছর। ন্যানো কারখানা এখন গুজরাটের পন্থ নগরে। সিঙ্গুরের চাষীরা অনেক আগেই উপলব্ধি করেছিলেন টাটাকে শিল্প করতে না দেওয়ার ভুল। রাজনৈতিক মহলের ব্যাক্ষা, এবার সেই একই সুর শিল্প বাণিজ্য মন্ত্রীর গলাতেও।
বাম আমলে টাটা গোষ্ঠীর ন্যানো কারখানার জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিল এলাকার মানুষ। সেই জমি বাঁচানোর আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়কার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের জেরে শেষপর্যন্ত বাংলা ছেড়ে গুজরাটে চলে যায় টাটা। সিঙ্গুরের জমি আন্দোলনে ভর করে ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু গত ১৩ বছরে রাজ্যে প্রচুর উন্নয়ন হলেও বিনিয়োগ সেভাবে আসেনি। যা নিয়ে বিরোধীদের খোঁচার মুখে পড়তে হয় তৃণমূল সরকারকে। সেই বদনাম ঘোচাতে রাজ্যে বিনিয়োগে জোর দিয়েছে তৃণমূল সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্প তৈরি হচ্ছে বলে দাবি করেছে সরকার। এমন পরিস্থিতি শিল্পমন্ত্রীর টাটাকে স্বাগত জানানোর মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles