Sambad Samakal

Bangladesh: উস্কানি দেওয়ায় মাওলানা গ্রেপ্তার

Oct 21, 2021 @ 11:09 pm
Bangladesh: উস্কানি দেওয়ায় মাওলানা গ্রেপ্তার

কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন পূজা মণ্ডপে হামলায় উসকানির অভিযোগে ইসলামি বক্তা মাওলানা আবদুর রহিম বিপ্লবীকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৩ অক্টোবর মহা অষ্টমীর দিন ভোরে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর হয়। ওই দিনই আবদুর রহিম শ্যামপুরে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দেন। সেখানে তিনি উসকানিমূলক কথাবার্তা বলেন। কুমিল্লার পূজা ইস্যুকে কেন্দ্র করে চাঁদপুরে নিহতের ঘটনায় পুলিশকে দায়ী এবং দোষী করে আবদুর রহিম অপমানজনক ও উগ্র বক্তব্য প্রচার করেন।

সিআইডির দাবি, আবদুর রহিম বিপ্লবীর বক্তব্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডির সাইবার মনিটরিং সেল দ্রুত আবদুর রহিম বিপ্লবীকে শনাক্ত করেন। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সিআইডি সকালে তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহিম উসকানিমূলক বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *