Sambad Samakal

Padma Award: মুক্তি যুদ্ধের ৫০ বছর পূর্তির আগে পদ্ম পুরস্কারে সম্মানিত বাংলাদেশের দুই নাগরিক

Nov 9, 2021 @ 11:47 am
Padma Award: মুক্তি যুদ্ধের ৫০ বছর পূর্তির আগে পদ্ম পুরস্কারে সম্মানিত বাংলাদেশের দুই নাগরিক

ভারতের ইতিহাসে এই প্রথম দু’জন বাংলাদেশের নাগরিক দেশের সর্বোচ্চ পদ্ম সম্মানে ভূষিত হলেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের কিংবদন্তি, সৈয়দ মুয়াজ্জেম আলিকে ২০২০ সালে মরণোত্তর পদ্মভূষণ ও কর্নেল কাজি সাজ্জাদ্দ আলি জাহিরকে ২০২১ সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু করোনা আবহে সেই পুরস্কার প্রদান অনুষ্ঠান বন্ধ ছিল। অবশেষে গতকাল, সোমবার কর্নেল জাহির ও মুয়াজ্জেম আলির পরিবারের হাতে পদ্মভূষণ পুরস্কার তুলে দেওয়া হয়।

আর মাত্র দেড় মাস পরেই বাংলাদেশের বিজয় দিবসের ৫০ বছর পূর্তি হতে চলেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারত ও বাংলাদেশের যৌথ সহযোগিতার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সৈয়দ মুয়াজ্জেম আলি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্ৰহণ করেননি, তিনি ছিলেন আমলা। সেই সময়ে আমেরিকায় বসেই বাংলাদেশ দূতাবাস তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তিনি।

অন্যদিকে, কর্নেল জাহির ছিলেন পাক সেনাবাহিনীর সদস্য। বাংলাদেশের মানুষের ওপর পাক সেনাবাহিনীর অত্যাচারের কথা শুনে পকেটে মাত্র ২ টাকা নিয়ে পালিয়ে এসেছিলেন। মুক্তিবাহিনী তৈরি ও প্রশিক্ষণের যাবতীয় দায়িত্ব ছিল তাঁর ওপরেই। এখনও পর্যন্ত কর্নেল জাহিরের নামে মৃত্যু পরোয়ানা জারি রেখেছে পাকিস্তান সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *