Sambad Samakal

Pakistan: তালিবান সরকার গঠনে পাকিস্তান যোগ! কাবুল যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী

Aug 22, 2021 @ 1:15 pm
Pakistan: তালিবান সরকার গঠনে পাকিস্তান যোগ! কাবুল যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী

আফগানিস্তানে তালিবান সরকার গঠনের তৎপরতা চলছে। এরই মধ্যে সোমবার কাবুল যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। নতুন সরকার গঠন নিয়ে রাজধানী কাবুলে কুরেশির সঙ্গে তালিবান নেতৃত্বের বৈঠক হবে বলে জানা গিয়েছে। কাবুল তালিবানের দখলে যাওয়ার পর এই প্রথম কোনও রাষ্ট্রনেতা আফগানিস্তান সফরে আসছেন।
জানা গিয়েছে, শনিবারই পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি টেলিফোনে কথা বলেন জার্মানি, রাশিয়া, তুরস্ক, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গে। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তান-সহ এই অঞ্চলের সামগ্রিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফাঁক রাখতে চায় না পাকিস্তান। সেজন্যই এবার তিনি কাবুল সফরে যাচ্ছেন। সূত্রের খবর, আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে তালিবান নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন কুরেশি। আগামী দিনে আফগানিস্তানের নয়া সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক গতিবিধি কী হবে, তাতে প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারে পাকিস্তান।

Related Articles