Sambad Samakal

GRSE CSR : ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে অক্সিজেন্ট প্ল্যান্ট স্থাপিত হলো

Dec 31, 2021 @ 11:49 pm
GRSE CSR : ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে অক্সিজেন্ট প্ল্যান্ট স্থাপিত হলো

নিজেদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সেবিলিটির অঙ্গ হিসেবে জোকার ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে একটি মেডিক্যাল অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট স্থাপন করল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। শুক্রবার জোকার হাসপাতালে এই নতুন অক্সিজেন উৎপাদন প্ল্যান্টটির উদ্বোধন করেন সংস্থার ডিরেক্টর অবসরপ্রাপ্ত কমোডর পিআর হরি ও ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী ব্রহ্মাত্মানন্দ মহারাজ। নতুন এই অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রতি ঘন্টায় ১০-১২ ঘনমিটার অক্সিজেন উৎপাদন করা যাবে। ফলে এই করোনাকালে বহিরাগত সংস্থার অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না হাসপাতালকে।

উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রবল অক্সিজেন সরবরাহের সঙ্কটকে মাথায় রেখে এর আগে জিআরএসই রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠান ও জোকার সরোজ গুপ্ত ক্যানসার রিসার্চ সেন্টারে দু’টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করে। সামাজিক দায়বদ্ধতা ও রাজ্যের সাধারণ মানুষের পাশে এই অতিমারীতে পাশে দাঁড়াতে এই মিনি রত্ন সংস্থা অঙ্গীকারবদ্ধ তাই কোভিড পরিস্থিতি যখন ফের রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে তখন এই উদ্যোগ নি:সন্দেহে প্রশংসনীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *