Sambad Samakal

Strike : ফিরহাদের আশ্বাসে জটমুক্তি! পেট্রোল পাম্প ধর্মঘট উঠল

Aug 31, 2021 @ 5:52 pm
Strike : ফিরহাদের আশ্বাসে জটমুক্তি! পেট্রোল পাম্প ধর্মঘট উঠল

পরিবহণমন্ত্রীর হস্তক্ষেপে জট মিটল! আর কিছুক্ষণ পর থেকেই সমস্ত পেট্রলপাম্পে তেল কেনা-বেচা শুরু হবে। ফিরহাদ হাকিমের আশ্বাসে অবশেষে ধর্মঘট তুলে নিল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সন্ধ্যে ৬টা থেকেই সমস্ত পাম্প চালু হয়ে যাবে।
জানা গিয়েছে, তিন দফা দাবিতে রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক দিয়েছিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। আজ, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছিল। এই বনধে সামিল হয়েছিল রাজ্যের প্রায় ২৪০০ পেট্রোল পাম্প। সংগঠনের বক্তব্য, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে জ্বালানির বিক্রয় কমেছে। এতে লোকসানের মুখে পড়েছেন পাম্প মালিকরা। দ্বিতীয়ত, পেট্রোলে ১০ শতাংশ ইথানল নিয়ে তেল কোম্পানিগুলিকে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। তৃতীয়ত কমিশন বৃদ্ধির দাবিও জানানো হয়েছে।
যদিও পেট্রোল পাম্প বনধের ঘটনায় উদ্বিগ্ন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম আজ বিকেলে ধর্মঘটীদের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করেন। ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানিয়ে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর সেই আশ্বাসে অবশেষে ১২ ঘণ্টার মধ্যেই ধর্মঘট প্রত্যাহার করে নিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।

Related Articles