Sambad Samakal

Politics: অ্যাডভোকেট জেনারেলের ইস্তফা নিয়ে রাজনৈতিক চাপানউতোর

Sep 14, 2021 @ 7:26 pm
Politics: অ্যাডভোকেট জেনারেলের ইস্তফা নিয়ে রাজনৈতিক চাপানউতোর

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) পদ থেকে ইস্তাফা দিলেন কিশোর দত্ত। তাঁর জায়গায় নতুন অ্যা়ডভোকেট জেনারেল হলেন গোপাল মুখোপাধ্যায়। টুইট করে নতুন এজি-র নাম জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। গোপাল মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী।

এদিকে, অ্যাডভোকেট জেনারেলের ইস্তফা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। ইস্তফাপত্রে কিশোর দত্ত ব্যক্তিগত কারণের উল্লেখ করলেও তা মানতে নারাজ গেরুয়া শিবির। বিজেপি নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, “নিপাট ভদ্রলোক ছিলেন কিশোর দত্ত। তবে তিনি সরকার বাহাদুরের কথাতে অনেক মামলার যাতে বিচার না হয় তাই মামলার নিষ্পত্তি করেন না। কিন্তু তারপরেও তিনি সরকার বাহাদুরকে খুশি করতে পারেননি, তাই এই কোপটা পড়ল। তাঁকে সরে যেতে হল।” যদিও অর্জুনের এই দাবি মানতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ, “এজির বিরুদ্ধে আমাদের তো কোনও অভিযোগ ছিল না। জানি না, হয়তো উনি অর্জুনবাবুদের কাছে গিয়ে কিছু বলে থাকবেন। অর্জুন সিং আজকাল হাইকোর্টের খবর রাখেন?”

Related Articles