Sambad Samakal

Porimoni: বাড়িতে মাদক, ঢাকায় গ্রেফতার অভিনেত্রী পরীমনি

Aug 6, 2021 @ 1:53 am
Porimoni: বাড়িতে মাদক, ঢাকায় গ্রেফতার অভিনেত্রী পরীমনি

ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ফ্ল্যাটে বেআইনিভাবে ‘মিনি বার’ তৈরি করেছিলেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।ঢাকায় বৃহস্পতিবার র‌্যাবের সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তাঁর দাবি, পরীমণির ফ্ল্যাটে মিনি বারে বিভিন্ন বিদেশি মদ, ইয়াবা, এলএসডি ট্যাবলেট পাওয়া গেছে। পরীমনিকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ফ্ল্যাটের ভিতর ডিজে পার্টি করা হতো। সেখানে মাদক গ্রহণ চলতো। পরীমণি নিজে ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন নায়িকা। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির ফ্ল্যাটে এসব মাদক সাপ্লাই করতেন। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে তাকে আবারও জিজ্ঞাসাবাদ শেষে বিকালে গ্রেফতার দেখায় র‌্যাব। পরে তাকে বনানী থানায় নিয়ে যায় র‌্যাব।একাধিক মহিলা র‌্যাব সদস্য পাহারায় ছিলেন। সারা রাত ঘুমাননি পরীমনি। রাতভর কান্নাকাটি করেছেন তিনি।র‌্যাবের কর্মকর্তারা জানান, বুধবার বিকালে অভিযানের সময় পরীমনির ফ্ল্যাটে প্রবেশ করা নিয়েই অনেক জটিলতা তৈরি হয়। তিনি ভেতর থেকে বাসার দরজা খুলছিলেন না। প্রায় আধঘণ্টা পর দরজা খুলে দিলে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল তার ফ্ল্যাটে ঢুকে পড়ে। পরীমণি প্রথমে র‌্যাবের গোয়েন্দাদের রীতিমতো ধমকে উচ্চ পর্যায়ে তাঁর অনেক যোগাযোগের কথা বলেন। এরপর তল্লাসিতে ফ্লাট থেকে বিদেশি মদ ও এলএসডি মাদক উদ্ধারের পর চুপসে যান তিনি। এরপর আভিযানিক দলের সদস্যদের সহযোগিতা করেন তিনি। জিজ্ঞাসাবাদে র‌্যাবের কর্মকর্তারা তাঁর উচ্ছৃঙ্খল জীবনযাপন, বিপুল পরিমাণ অর্থের উৎস এবং কিছু দিন আগে বোট ক্লাবে ঘটে যাওয়া ধর্ষণের অভিযোগ সম্পর্কেও জানতে চাওয়া হয়। কোনো কোনো প্রশ্নের জবাবে নিশ্চুপ ছিলেন পরী। তবে বেশিরভাগ সময়ই কান্নাকাটি করেছেন। পরী বলেছেন, তিনি ভাবতেও পারেননি তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারে কিংবা তাকে এভাবে মাদকদ্রব্যসহ আটক করা হতে পারে।
গতকাল বুধবার বিকেলে পরীমনির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। দীর্ঘ প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব।

Related Articles