Sambad Samakal

Post Poll Violance: দিনহাটায় সিবিআইয়ের জালে ৭ তৃণমূল কর্মী

Sep 12, 2021 @ 9:27 pm
Post Poll Violance: দিনহাটায় সিবিআইয়ের জালে ৭ তৃণমূল কর্মী

ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে রবিবার দিনহাটার সাত তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই। বিধানসভা ভোটের পরে গত ৪ মে দিনহাটার পেটলায় খুন হন বিজেপি কর্মী হারাধন রায়। সেই ঘটনাতেই গ্রেফতার করা হয় এই সাতজনকে। এর আগে ৬ সেপ্টেম্বরও এই মামলায় আরও একজনকে গ্রেফতার করেছিল সিবিআই।

এদিকে এদিনই ভোট পরবর্তী হিংসায় এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় নাটাবাড়ি থেকে গ্রেফতার হওয়া চার বিজেপি কর্মীকে রিমান্ড দেয়নি তুফানগঞ্জের আদালত। গত ৪ মে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন নাটাবাড়ির তৃণমূল কর্মী শাহিনুর রহমান। পরদিন বাড়ি থেকে কিছুটা দূরে ভুট্টাক্ষেত থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ওই তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিজেপির ৪ কর্মীকে শনিবার প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। পরে তাদের গ্রেফতারও করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে থাকা আধিকারিকরা। রবিবার ধৃতদের তুফানগঞ্জ আদালতে তোলা হলে রিমান্ড দাবি করে সিবিআই। তবে পদ্ধতিগত ত্রুটি থাকায় তুফানগঞ্জের আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত ঘোষণা করেছে।

Related Articles