Sambad Samakal

নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি, বিক্ষোভ আইনজীবীদেরও

Jun 18, 2021 @ 4:09 pm
নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি, বিক্ষোভ আইনজীবীদেরও

বিচারপতির বিজেপি যোগের অভিযোগে নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। শুক্রবার দুপুরে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সচিবালয়ে লিখিত আকারে এই আবেদন জানাও হয়। দু’পাতার চিঠিতে মমতার আইনজীবীর যুক্তি, অতীতে বিজেপির সক্রিয় কর্মকর্তা ছিলেন এই মামলার বিচারপতি কৌশিক চন্দ। তাই তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়।
অন্যদিকে, মামলা অন্য বেঞ্চে সরানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান হাইকোর্টের আইনজীবীদের একাংশ। মামলা স্থানান্তরের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা।
নন্দীগ্রামে বিধানসভার ভোট গণনায় কারচুপির অভিযোগে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ছিল মামলার প্রথম শুনানি। এদিন শুনানির শুরুতেই মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে পরের বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি। কিন্তু এর মধ্যেই মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জমা পড়ল।

Related Articles