Sambad Samakal

উপনির্বাচনের প্রক্রিয়া শুরু, পাঁচ জেলাকে প্রস্তুতির চিঠি মুখ্য নির্বাচন কমিশনারের

Jul 17, 2021 @ 8:08 pm
উপনির্বাচনের প্রক্রিয়া শুরু, পাঁচ জেলাকে প্রস্তুতির চিঠি মুখ্য নির্বাচন কমিশনারের

পাঁচ জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে
রাজ্যে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। প্রার্থী ও বিধায়কদের মৃত্যু ও পদত্যাগের জেরে রাজ্যের পাঁচটি বিধানসভা আসন বিধায়ক শূন্য হয়ে গিয়েছে, ২টি আসনে নির্বাচন এখনও বাকি। এই দুই ভোট না হওয়া আসনেও উপনির্বাচনের সঙ্গেই ভোট হবে। এই সাত কেন্দ্র রয়েছে কোচবিহার, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার জেলায়। শুক্রবার এই পাঁচ জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। চিঠিতে ভিভিপ্যাট ও ইভিএম পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। উপনির্বাচনের তারিখ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে চিঠিতে সাত জেলার নির্বাচনী আধিকারিকদের ৩ থেকে ৬ অগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। নির্বাচন হতে চলেছে ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, জঙ্গিপুর, সামগঞ্জ ও দিনহাটায়। এরমধ্যে মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই ইভিএম চূড়ান্ত পরীক্ষা করে রাখা রয়েছে, তাই ওই জেলাকে আলাদা করে কোনও নির্দেশ দেওয়া হয়নি। উল্লেখ্য, দ্রুত উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস।

Related Articles