Sambad Samakal

ওপারের ঠাকুরবাড়িতে এপারের মতুয়া ভোটই পাখীর চোখ মোদির

Mar 27, 2021 @ 1:17 pm
ওপারের ঠাকুরবাড়িতে এপারের মতুয়া ভোটই পাখীর চোখ মোদির

স্কুল তীর্থ যাত্রীদের পরিকাঠামো গড়া নিয়ে কল্পতরু মোদি

মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়েও এপারের মতুয়া ভোটকেই পাখির চোখ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওড়কান্দির ঠাকুরবাড়ির মূল মন্দিরে প্রার্থনা করেন মোদি। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মাহাত্ম বর্ণনার মাঝেও ঠাকুরনগরের বড়মার কথা স্মরণ করে মতুয়া ভাবাবেগকে জিতে নেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় ওড়াকান্দিতে একটি প্রাথমিক স্কুল গড়া ও বালিকা বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। বারুণী স্নানের সময় ভারত থেকে যাতে তীর্থযাত্রী মতুয়ারা সহজে আসতে পারেন তার জন্য কেন্দ্র সরকার সহায়তা করবে বলেও তিনি ঘোষণা করেন।

এখানেই থামেন নি মোদি তিনি ঠাকুরনগরের প্রতিনিধি সফরসঙ্গী সাংসদ শান্তনু ঠাকুরেরও ভূয়সী প্রসংশা করেন তিনি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলাকালে মতুয়া ভোটব্যাঙ্ক দলের দিকে টানতে কোনো প্রচেষ্টাই কম করেন নি মোদি।

Related Articles