Sambad Samakal

বর্ষা আসন্ন! আজ থেকেই নিম্নচাপের বৃষ্টি শুরু বঙ্গে

Jun 10, 2021 @ 5:56 pm
বর্ষা আসন্ন! আজ থেকেই নিম্নচাপের বৃষ্টি শুরু বঙ্গে

দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। এর মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যার জেরে আজ, বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে নাগাড়ে বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এই নিম্নচাপের বৃষ্টির হাত ধরেই বঙ্গে বর্ষা প্রবেশ করছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সন্ধ্যা নাগাদ নামবে বৃষ্টিপাত। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও চলবে বৃষ্টিপাত। এদিকে, অমাবস্যার কোটালে সমুদ্রে আজ বিকেল থেকেই উত্তাল হতে পারে সমুদ্র। শুক্রবার প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ।

Related Articles