Sambad Samakal

দফায় দফায় বাজের শব্দে ভাঙল ঘুম, দিনভর বৃষ্টি

May 31, 2021 @ 11:46 am
দফায় দফায় বাজের শব্দে ভাঙল ঘুম, দিনভর বৃষ্টি

দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির মধ্যে দিয়েই শুরু হল কলকাতা ও দুই ২৪ পরগনা সহ শহরতলীর সোমবারের সকাল। কালো মেঘে ঢাকা আকাশ। সকলেই সন্ধ্যার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সারাদিনই একইরকম আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দিনভর বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদাতেও। আগামী কয়েকদিনই এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ।

Related Articles