Sambad Samakal

রাজীব আমার ছোট ভাইয়ের মতো! ক্ষমার পক্ষে ফিরহাদ

Jun 11, 2021 @ 10:31 am
রাজীব আমার ছোট ভাইয়ের মতো! ক্ষমার পক্ষে ফিরহাদ

রাজীব বন্দ্যোপধ্যায়ের মতো পুরনো সহকর্মীকে ক্ষমা করে দলে ফেরানোর পক্ষেই কার্যত সওয়াল করলেন ফিরহাদ হাকিম। রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতা বৃহস্পতিবার বলেন, ‘রাজীব আমার ছোট ভাইয়ের মতো।’
এর আগেও সেচমন্ত্রী থাকাকালীন একাধিকবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রসংশা করতে সোনা গিয়েছে রাজ্যের তৎকালীন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। আলোচনা করতে সোনা গিয়েছে রাজীবের সাফল্য নিয়ে। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাড়ার ঘোষণায় হতবাক ফিরহাদ। এদিনও তিনি বলেন, ‘রাজীব কেন দল ছাড়ল জানি না। তবে দেরিতে হলেও ও নিজের ভুল বুঝতে পেরেছে হয়তো।’ ফিরহাদের মতে, ‘অনেকের তো সারা জীবনেও বোধোদয় হয় না। তাঁরা আজীবন অবোধই থেকে জন্য। রাজীবের তো তাও দেরিতে হলেও বোধোদয় হয়েছে। এটা ভালো লক্ষণ।’
তাহলে কি তৃণমূল ফের ফিরিয়ে নেবে ‘দলবদলু’ রাজীবকে? উত্তরে ফিরহাদ সাফ জানালেন, ‘সেটা পুরোপুরি দলের সিদ্ধান্ত।’ তিনি বলেন, ‘রাজীব এখনও ফিরতে চেয়ে তৃণমূলে কোনও আবেদন জানাননি। জানালে দল বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।’
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিজেপির নীতির বিরুদ্ধে গিয়ে রাজীব বন্দ্যোপধ্যায় কার্যত তৃণমূলে ফেরার বার্তাই দিয়েছেন বলে জোর চর্চা রাজনৈতিক মহলে। বিষয়টি ঘিরে বিজেপির অন্দরেও শুরু হয়েছে চাপানউতোর। এই পরিস্থিতিতেই এদিন রাজীব প্রসঙ্গে বেশ নরম সুর শোনা গেল ফিরহাদের গলায়।

Related Articles